দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য টাঙ্গাইল জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী সহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফরমান খান আজাদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তালুকদার রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি'র বিদ্রোহী প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে প্রার্থী লুৎফরমান খান আজাদ এবং টাঙ্গাইল -৫ আসনে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে বহিষ্কৃত এই তিন প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন।
তবে বহিষ্কৃত নেতাদের দাবি, নির্বাচনে তারা অংশ নেবেন। বহিষ্কার তাদের নির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারবে না।

