কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০০ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌর মিলনায়তনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমূখ। এছাড়াও ৯টি ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।
