ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও -হোসেনপুর সড়কে নূর মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আ রাজ্জাকের ছেলে মুনজু (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে আলাউদ্দিন (৫০) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুঞ্জু মিয়ার মেয়ে মিম আক্তারের গতকাল পারিবারিকভাবে পাগলা থানার দত্তেরবাজার গ্রামে বিয়ে হয়। আজ মিম আক্তারের শ্বশুরবাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে আত্মীয় স্বজনসহ মুঞ্জু মিয়া বাড়ি থেকে বের হয়। ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে গফরগাঁও-হোসেনপুর সড়কের বাইপাসের শিলাসী নূর মসজিদ এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হয় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
