ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রাইভেটকারে পাওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:১৮ পিএম

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। নিহত দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

সোমবার (১১ আগস্ট) বিকেলে তাদের পরিচয় নিশ্চিত করেন রামনারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক উল্লাহ।

নিহতরা হলেন- চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ গোমাতলি দৌলতার বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মিজান এবং খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাকির।

মোবারক উল্লাহ বলেন, মিজান আমার বন্ধু। তার কোনো শত্রু ছিল না। ১০ বছর আগে মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার দুলা ভাই ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তাকে দেখতে ৩০টি ডাব নিয়ে ওই গাড়িতে করে ঢাকায় গিয়েছিল।

পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে ঢোকে। নিরাপত্তাকর্মীদের জানানো হয়, গাড়িতে রোগী আছে। তবে দীর্ঘ সময় ধরে গাড়ি না বের হওয়ায় আজ ভেতরে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত জাকির গাড়িটির চালক ছিলেন, মিজান তার পরিচিত। তারা একজন রোগীকে নিতে এসেছিলেন।

রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা কম হলেও সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। বেজমেন্টে প্রচণ্ড গরম ও সাফোকেশনের কারণে মরদেহে পচন ধরেছে।
গাড়িটি টয়োটা ফিল্ডার- এক্স মডেলের। মালিক জোবায়ের আহমেদ সৌরভ। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী জানান, নিহতদের বাড়ি চাটখিল উপজেলায়। সব তথ্য রমনা থানায় পাঠানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা নেবে।

SN