খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। ফ্রি ওয়াইফাই সংযোগ না দেওয়ায় এক ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ফাঁড়ি ঘেরাও করে প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেরুং বাজারের ওয়াইফাই ব্যবসায়ী মো. ইসমাইল হোসেনকে (২৭) ডেকে ফাঁড়িতে নেন এসআই নাজমুল। সেখানে তাকে কক্ষে আটকে বেধড়ক মারধর করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত ইসমাইল হোসেন মেরুং ইউনিয়নের সওদাগরপাড়ার বাসিন্দা কাজী আব্দুল হাইয়ের ছেলে। তিনি অভিযোগ করে বলেন, ফ্রি ওয়াইফাই সংযোগ দিতে অস্বীকার করায় ফাঁড়ি ইনচার্জ নাজমুল হাসান আমাকে ডেকে নিয়ে বেধড়ক পেটান।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ত্রিলক চাকমা জানান, ইসমাইলকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার দুই হাতে জখম রয়েছে।
তবে মারধর করার অভিযোগ অস্বীকার করে এসআই নাজমুল হাসান বলেন, ব্যবসায়ীর সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছে। কিন্তু শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে তিনি ফাঁড়িতে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আহত ব্যবসায়ীকে পুলিশের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
