ঢাবির প্রয়াত অধ্যাপক জাহাঙ্গীর আলমের স্মরণে দোয়া মাহফিল

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৩:২৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকার আয়োজনে ঢাবির কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  

নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিনের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঢাবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির আহমেদ।

মোনাজাতের আগে প্রয়াত অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, নাসিরনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গাজিউর রহমান, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সায়েম, প্রয়াত অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাবা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। 

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা চাকুরীজীবী সমিতি ঢাকার সভাপতি ডিপ্লোমেটিক জোনের এসপি মোহাম্মদ নুরে আলম , সৈয়দ সাফাত মোর্শেদ সাবেক ব্যাংকার জিল্লুর রহমান, সাংবাদিক সোহরাব শান্ত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান। 

মোনাজাতে সমিতির প্রয়াত সাবেক নেতা ও উপদেষ্টাদের মধ্যে শামসুর রহমান মোল্লা, সাবেক মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক, ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামাল, রেজোয়ান আহমেদ, এডভোকেট মাহফুজ মিয়া, এডভোকেট আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।

khk
আরও পড়ুন