ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লক্ষীপুর পৌর প্রশসকের বিস্ময়

প্রতি মাসে উদ্বৃত্তের পরও ২৬ কোটি টাকা ঋণ!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভায় নিয়মের কোন বালাই ছিল না। যেখানে যাচ্ছি, সব সেখানেই অনিয়মে ভরা। পৌরসভার ২৬ কোটি টাকা ঋণ। এরমধ্যে সাড়ে ৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া। কর্মচারিদের বেতন বকেয়া ৬ কোটি টাকা। কিন্তু প্রতি মাসে খরচ বাদে ৬০ থেকে ৬৫ লাখ টাকা উদ্বৃত্ত থাকে। এত টাকা উদ্বৃত্ত থাকার পরেও কেন ২৬ কোটি টাকা ঋণ হলো? সেই প্রশ্নের উত্তর বলা যাবে না, তবে সকলেই তা অবগত। 

লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপনি বিতানে পৌরসভা কার্যালয় স্থানান্তর উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে পৌর শহরের চকবাজারস্থ এলাকার সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এরআগে ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌমুহনী এস.এ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড.এম ফারুকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূইয়া তফন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন প্রমুখ। 

পৌর প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তারপরও সকল কিছু মোকাবেলা করে পৌরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি। সীমাবদ্ধতা থাকায় ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারছি না।

JMR
আরও পড়ুন