ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

ত্তরের জেলা নীলফামারীতে ভোরের কুয়াশা আর শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দীর্ঘদিনের টানা গরম শেষে ভোরের প্রকৃতিতে এখন ভিন্ন আবহাওয়া। ফসলি জমি ও ঘাসের ডগায় জমে থাকছে শিশিরবিন্দু। দিনে রোদ-গরম বা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীত শীত অনুভূতি বেশি হয়। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার ঘনত্বে চারপাশ ঢাকা। সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছরের মতো এবারও নীলফামারীতে আগেভাগেই শীতের আমেজ নামতে শুরু করেছে।

জেলা সদরের বাসিন্দা হাসান আলী বলেন, আমাদের নীলফামারীতে প্রতিবছর সেপ্টেম্বরের শেষ দিকেই শীতের আভাস পাওয়া যায়। এবারও সেটি শুরু হয়ে গেছে। সামনে শীত আরও বাড়বে।

কৃষক রবিউল ইসলাম জানান, ভোরের কুয়াশায় জমি ভিজে থাকে। তাই আগেভাগেই তিনি শীতকালীন সবজির জমি প্রস্তুত করছেন। তার ভাষায়, আগেভাগে শীত নামলে এখানে সবজির ফলনও ভালো হয়।

ডোমার উপজেলার সোনারায়ের ভ্যানচালক মনিরুল ইসলাম বলেন, ভোরে ভ্যান নিয়ে বাজারে যেতে হয়। আজ বের হয়ে দেখি কুয়াশা পড়েছে, হালকা শীতও লাগছে। প্রতিবছরই আমাদের এলাকায় আগেভাগে শীত নামে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আসছে দিনগুলোতে শীতের প্রভাব আরও বাড়বে।

SN
আরও পড়ুন