ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

উত্তরের আকাশে কুয়াশার স্তর ঘন হতে শুরু করতেই পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। প্রতিবছরের মতো এবারও দেশের সর্বপ্রথম শীত অনুভূত হচ্ছেে এ জেলায়। নভেম্বরের শেষভাগে এসে জেলার বিভিন্ন এলাকায় শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত এক সপ্তাহ ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দেশের সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৬টায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।

NB/AHA
আরও পড়ুন