ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝালকাঠিতে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৫

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর ৩ জনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন- ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন ( ৬০) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এক দোকানে বসে কিছুলোক চা পান করছিলেন। এসময় বরিশাল থেকে পটুয়াখালীগামী এক মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নিয়ে খাদে পড়ে যায়। এ সময় দোকানে বসা থাকা লোকজন গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

SN
আরও পড়ুন