আগামী মাসে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টাইগারদের বাদ দিয়েই আসরটি আয়োজন করছে আইসিসি।
তবে তাসকিন-লিটনদের বিশ্বকাপে না থাকাটা মানতে পারছেন না মোহাম্মদ ইউসুফ। এই পাকিস্তানি কিংবদন্তির মতে, বিশ্বকাপের ১০টি দেশের চেয়ে বেশি দর্শক একাই টানতে পারে বাংলাদেশ দল।
বাংলাদেশের ন্যায়সঙ্গত উদ্বেগকে উপেক্ষা করায় আইসিসির কড়া সমালোচনাও করেছেন ইউসুফ। সংস্থাটির ধারাবাহিকতা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সোমবার রাতে তার এক্স হ্যান্ডলে করা পোস্টে ইউসুফ লেখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শক সংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই।’
তিনি লেখেন, ‘১০টি দেশ মিলে যেখানে ১৭ কোটি ৮০ লাখ দর্শক। বাংলাদেশের আছে ১৭ কোটি ৬০ লাখ দর্শক।’
একই পোস্টে ইউসুফ এরপর লেখেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সঙ্গত উদ্বেগকে উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।’
তিনি লেখেন, ‘যখন বেছে বেছে সুবিধা দেয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেট কখনো প্রভাবের ভিত্তিতে পরিচালিত হতে পারে না। নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশের দাবিকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে পাকিস্তান। আইসিসিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়া একমাত্র দেশও তারা। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান।
সরকার গঠন করলে সবার ন্যায্য পাওনা নিশ্চিত করা হবে
