নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা বিএনপি। নির্বাচনী ইশতিহার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পাহাড়িদের নিজ মাতৃভাষায় রূপান্তর করে তা লিফলেট আকারে বিলি করা হচ্ছে। প্রথম পর্যায়ে এই ৩১ দফার লিফলেট ছাপানো হয়েছে ম্রো ভাষায়। পরবর্তীতে এটি ছাপানো হবে মারমা, বম, খেয়াং, চাক সম্প্রদায়ের চারটি পাহাড়ি মাতৃভাষায়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবান শহরের পুরাতন রাজবাড়ী এলাকায় বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাতৃভাষার এই লিফলেটের মোড়ক উন্মোচন করেন।
এ সময় তার সাথে সেখানে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম, ম্রো সম্প্রদায়ের নেতা সিং পাত ম্রো সহ দলীয় নেতা কর্মীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাচিং প্রু জেরী বলেন, ‘বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। এখানে ১১টি পাহাড়ি জনগোষ্ঠী সহ সব সম্প্রদায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিএনপি কাজ করে যাবে। পাহাড়ে যে ভাষাগত সমস্যা রয়েছে নির্বাচনের সময়ে সাধারণ মানুষ যাতে দলীয় দৃষ্টিভঙ্গি সহজ ভাবে বুঝতে পারে সেজন্যই বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিজ মাতৃভাষায় ছাপানো হয়েছে।’
রাবি প্রেস ক্লাবের চারদশক পূর্তি উদযাপন