ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৩:২৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গান পাউডার দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাফিয়ার পরিবারের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।

এদিকে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, আগুনের ঘটনাটি ডাকসুর ওই নেত্রীর বাড়ির অগ্নিসংযোগের ভিডিও। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আজ ভোরে রাফিয়ার বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। ককটেল বিস্ফোরণ ঘটায়। বড়ধরনের কোন ক্ষতির ঘটনা ঘটেনি। বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে সেটি রাফিয়ার বাড়ি, এটি ভুয়া।

ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার হামলার ছবি দিয়ে ফেসবুকে লেখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসী লীগ গোষ্ঠী।

HN
আরও পড়ুন