দেশের বাজারে বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৯ নভেম্বর) রাতে সোনার দাম ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন সমন্বয়ের ফলে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ার কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্দেশনায় সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি অন্তর্ভুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।
সবশেষ গত ১৮ নভেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ১৯ নভেম্বর থেকে।
চলতি বছর এখন পর্যন্ত ৭৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস এর মধ্যে বাড়ানো হয়েছে ৫৪ বার, কমানো হয়েছে ২৫ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত ৯ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৬ বার, আর কমেছে মাত্র ৩ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।
বাড়লো সোনার দাম, ভরি কত
দেশে বসেই আন্তর্জাতিক কার্ডে বিমানের টিকিট কেনার সুযোগ
নভেম্বরের ১৮ দিনে এলো ১৯০ কোটি ডলার রেমিট্যান্স