ছাঁটাই হওয়া কর্মীদের বাধায় বর্জ্য অপসারণ বন্ধ

শ্রমিকের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসার বলেন, ‘দুপুরে আমরা বসব। দেখি কোনো সমাধান আসে কিনা।'

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম

বরিশাল সিটি করপোরেশনের ছাঁটাই হওয়া পরিচ্ছন্নতাকর্মীদের বাধায় বর্জ্য অপসারণের কাজ বিঘ্নিত হওয়ায় পুরো শহর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানে আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে। চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করে তুলেছে। এতে অতিষ্ঠ নগরবাসী। 

সিটি করপোরশেন জানায়, বয়স ৬০ পেরিয়ে যাওয়া অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় গত দুই সপ্তাহ ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার তারা আবর্জনা অপসারণের কাজে বাধা দিয়েছেন।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, সোমবার সকালে সিটি করপোরেশনের অন্য শ্রমিকরা ময়লা অপসারণের কাজে গেলে ছাঁটাই হওয়া শ্রমিকরা তাদের ওপর হামলা করেন। এতে দুইজন আহত হন। নগরজুড়ে এখন অন্তত ২০০ টন আবর্জনা পড়ে আছে।

ছাঁটাই হওয়া অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী কবির হাওলাদার বলেন, 'চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরা অন্তত দশ দিন ধরে আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না।'

তবে শ্রমিকের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসার বলেন, ‘দুপুরে আমরা বসব। দেখি কোনো সমাধান আসে কিনা।'

RA
আরও পড়ুন