ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিসিসি-টিসিবির ‘দায়সারা কর্মকাণ্ডে’ ভোগান্তিতে বরিশালের অর্ধলাখ পরিবার

কার্ড বাতিলের দায় নিতে চাইছে না টিসিবি কিংবা বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্টকার্ডে বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা বলেন, টিসিবির ফ্যামিলি স্মার্টকার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে তালিকা করা হয়েছে। সেই তালিকা বাতিল করে অবিলম্বে প্রকৃত অসহায় পরিবারের সদস্যদের নাম টিসিবি ফ্যামিলি কার্ড তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে।

তবে কার্ড বাতিলের দায় নিতে চাইছে না টিসিবি কিংবা বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

টিসিবির দাবি, সিটি করপোরেশন ভুল তথ্য দেয়ায় ৯০ হাজার কার্ডের মধ্যে সাড়ে ৫৮ হাজার বাতিল হয়েছে।

এদিকে, বিসিসি বলেছে, কার্ড বাতিল করেছে টিসিবি।

সরেজমিনে নগর ঘুরে দেখা গেছে, ফ্যামিলি কার্ড বাতিল হওয়ায় নগরীর ৩০টি ওয়ার্ডেই অসন্তোষ দেখা দিয়েছে। অস্থায়ী কাউন্সিলর কার্যালয়ে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকেরা।

বরিশাল নগরীর ১৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজা বেগম বলেন, এর আগে তার নামে টিসিবি ফ্যামিলি কার্ড বরাদ্দ দেয়া ছিল। যা এবার স্মার্টকার্ড হিসেবে নতুন তালিকায় বাতিল হয়ে গেছে। এখন আর তেল, চিনি পাবেন কি না, সেই চিন্তায় দিশেহারা তিনি। আসন্ন রোজায় কীভাবে চলবে সংসার-এটাই এখন হাফেজার বড় চিন্তা।

হাফেজার মতো বরিশাল নগরের প্রায় সাড়ে ৫৮ হাজার দরিদ্র মানুষের ফ্যামিলি কার্ড বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে টিসিবির বরিশালের সহকারী পরিচালক শতদল মণ্ডল বলেন, কেন বরিশাল নগরীতে প্রায় সাড়ে ৫৮ হাজার কার্ড বাতিল হলো, তা সিটি করপোরেশন জানে। আমরা তথ্য দেইনি। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন তথ্য দিয়েছে।

তিনি বলেন, কার্ডগুলো বাতিল তো টিসিবিই করেছে। তবে কেন বাতিল হলো, তথ্যে কী ত্রুটি ছিল, তা দেখবে সিটি করপোরেশন। তথ্যে যদি ভুল থাকে তাহলে টিসিবির কী করার আছে। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তারা নতুন করে তথ্য সাবমিট করলে যে শূন্যস্থান আছে, সেখানে নতুন করে উপকারভোগী নেয়া হবে বলে জানান টিসিবির এ কর্মকর্তা।

বিসিসি কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, কার্ড বাতিলের বিষয়ে করপোরেশনের কোনো দায় নেই। এটা টিসিবির বিষয়। তবে পরবর্তী সময়ে যখন নতুন করে উপকারভোগীদের জন্য কার্ড দেয়া হবে, তখন বাতিল হওয়ারা আবেদন করতে পারবেন।

RA
আরও পড়ুন