ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিক্ষকের বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণ লুট

আপডেট : ২৪ মে ২০২৫, ০৬:১৩ পিএম

পটুয়াখালীর বাউফলে শিক্ষকের বাড়ি থেকে নগদ টাকাসহ ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। উপজেলার কালিশুরি ইউনিয়ন বাহেরচরে শুক্রবার (২৩ মে) রাতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা ওই বাড়ির দুই কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে দোতলায় ওঠে ডাকাতি করে।

ভুক্তভোগী সজল চন্দ্র হালদার কালিশুরি কলেজের প্রভাষক। তার ভাষ্য, রাতে ডাকাতেরা পাকা ভবনের ভেন্টিলেটর ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির কর্মচারী সুজন ও মিঠুনকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে দোতলায় ওঠে পড়ে। 

রাত ২টার দিকে ‘স্যার’ সম্বোধনে দরজা খুলেই সজল চন্দ্র হালদার ডাকাতদের দেখতে পান। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে তিনি ও তার স্ত্রী ঝর্ণা রানীর কাছে টাকা ও স্বর্ণালংকারের খোঁজ করে। পরে পাঁচটি আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, ছয়টি সোনার চেইন, আটটি আংটি, দুই জোড়া রুলি, কঙ্কনসহ ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, ওই শিক্ষকের কাছ থেকে ডাকাতির বিষয়ে জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি আমরা খুব গুরুত্বসহকারেই দেখছি।

Raj/AHA
আরও পড়ুন