জুলাই গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক বিজয় র্যালি।
শনিবার (৯ আগস্ট) বিকেলে এসএসসি ব্যাচ ২০১৭-এর আয়োজনে ও কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক নুরে আলম মৃধার নেতৃত্বে প্রায় ৫ হাজার নেতাকর্মী এ র্যালিতে অংশ নেন।
র্যালিটি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে জনসভায় রূপ নেয়। এদিন চরফ্যাশনের ইতিহাসে ছাত্রদল সবচেয়ে বড় র্যালি বের করে আলোড়ন সৃষ্টি করেছেন।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম মৃধার সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সাবেক যুবদলের সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী, বিএনপির যুগ্ম সম্পাদক মীর শাহাদাৎ হোসেন সায়েদ, শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলী মুর্তজা ও সদস্য সচিব জাহান সিকদার প্রমুখ।
সভায় নুরে আলম মৃধা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অধ্যায়। এই দিনে স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছিল। চরফ্যাশনে বারবার নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে আমরা মাঠে আছি, নির্বাচনে বিজয় না আসা পর্যন্ত রাজপথে থাকব।
মাগুরায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্র শিবির