পিরোজপুরের নাজিরপুরে এক নারী প্রবাসীর মেয়ের জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর মেয়ে হীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি দখলের বিষয় স্থানীয়দের জানালে তারা সালিসি করলেও তা মানে না ওই প্রভাবশালীরা।
জানা গেছে, উপজেলার কুমারখালী গ্রামের লাকিয়া বেগম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। স্বামীর মৃত্যুর পরে যখন পরিবার অচল হয়ে যায়, তখন বিদেশে পাড়ি জমান লাকিয়া বেগম। যাওয়ার আগে রেখে যান একটি জমি, যেখানে তারা বসবাস করতেন। এর মধ্যে লাকিয়া তার ছেলেকে বিদেশে নিয়ে যায়। কিন্তু দেশে তেকে যান স্বামী পরিত্যক্তা মেয়ে হীরাকে।
নানা বাড়িতে থাকা হীরা তার মায়ের ঘর মেরামত করার জন্য গেলে আসে বাধা, সঙ্গে প্রাণনাশের হুমকি। এসবের নায়ক তারই আপন মামা। তার সঙ্গে রয়েছে স্থানীয় কতিপয় বিএনপি নামধারী কালু ও হিমু বাহিনীর সদস্যরা।
এ নিয়ে গত কয়েকদিন সালিসি বিচার করে স্থানীয়রা কোনো সমাধান দিতে পারছেন না। জমি থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত পুলিশের ক্যাম্পে জানালেও পাচ্ছেন না কোনো সুরাহা।
ওই নারী প্রবাসীর মেয়ে হীরা জানান, কালু-হিমু বিএনপির নেতা বলে আমার উপর অত্যাচার করে, সঙ্গে রয়েছে আমার মাদকাসক্ত মামা। আমার ভাই বিদেশে যাওয়ার আগেও তারা এমন অত্যাচার করতেন। আমাদের কাছে চাঁদা চায়, না হলে জমি জোর করে দখলে নিবে। চাঁদা না দিলে আমাকে ও আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। আমার পক্ষে যে আসে, তাদেরকেও হুমকি দেয়। কারো কাছে বললেও মেরে ফেলার হুমকি দেয়, আমার মেয়েকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়। আমি আপনাদের কাছে বিচার চাই।
হীরার পক্ষে কথা বলায় মো. এসকেন্দার আলী শেখ নামের এক ব্যক্তিকেও হুমকি দেয় ওই বাহিনী। তিনি বলেন, কালু ও হিমু বাজারে বসে আমাদের দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। হিমু একজন মাদকসেবী। তিনি বলেন নির্বাচনের পর খুলনা কোন নেতাকে দিয়ে দেখিয়ে দিবে।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ফকির বলেন, লাকিয়া দীর্ঘদিন এখানে বসবাস করেছে। এই হীরা মেয়েটার এই ঘরেই জন্ম হয়েছে। হঠাৎ তারা কোথা থেকে এসে এভাবে অত্যাচার করছে, সেটা তো শুনলেন।
সুমন আল মামুন নামের এক যুবক বলেন, আমি ছোট থেকে দেখেছি এখানে লাকিয়া তার পরিবার নিয়ে বসবাস করে। দীর্ঘদিন ধরে জমি দখলের পায়তারা করছে স্থানীয় কালু ও হিমু বাহিনী। গত শনিবার রাতে জমি দখলে যেতে চাইলে স্থানীয়রা পাহারা দেয়। স্থানীয় কোনো সালিসি তারা মানছে না। তাদের দাবি জমিটি। অসহায় পরিবারটি যেন সঠিক বিচার পায়।
লাকিয়ার ভাই ও হীরার মামা ফারুক নিজেকে খুলনা জেলার হরিণটানা থানার ৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক পরিচয় দিয়ে বলেন, জমিটা আমার দাদার। আমিও ওই জমির ওয়ারিশ। আমি ওয়ারিশ সূত্রে জমি দখলে যেতে চাই।
চাঁদা দাবির ব্যাপারে তিনি জানান, আমার বোন যখন বিদেশে যায়, তখন জমিটা বন্ধক রেখে যায় সেই টাকা আমি পরিশোধ করি। আমি সেই টাকা দাবি করি। আমার বোন স্থানীয় প্রভাব খাটিয়ে আমার জমি দখলে নিয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ভাই-বোনের জমি সংক্রান্ত একটি অভিযোগ থানায় এসেছে। জমিজমা বিষয়টি ল্যান্ড সার্ভ ও ট্রাইবুনালের ব্যাপার। তারপরও আমাদের কিছু করণীয় থাকলে, এটা আমরা করবো।
স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো স্ত্রীর
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, আতঙ্কে তীরবর্তী মানুষ