ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজাপুরে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

ঝালকাঠির রাজাপুরে ৫নং বড়ইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

শুক্রবার (১৫ আগাস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।

তিনি বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন ইতোমধ্য দেশনেত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। সেই মহীয়সী নারী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনিয়নের ওলামো দলের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠন ও সমাজসেবকরা যে সভার আয়োজন করেছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 

তিনি আরো বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ মুজিব পালিয়ে পাকিস্তান চলে গেলো, তার পরিবার পাক আর্মিদের হেফাজতে রেখে গিয়ে ছিলেন শেখ মুজিব। অন্যদিকে জিয়াউর রহমানের স্ত্রী ও পুত্র ছিল ক্যান্টোনমেন্ট জেলে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় এলেন। সৃষ্টি করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ৩ নম্বর সংগঠন হিসেবে জিয়াউর রহমান তৈরি করল ওলামাদল। কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আলেমদের যদি রাজনীতির সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে দেশকে ইসলাম শিক্ষায় এগিয়ে নেয়া যাবে। এরপর জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশে এক স্বৈরাচার অসীন হয়।  

গৃহবধু থেকে বেগম জিয়া রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে এরশাদবিরোধী আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে ১৯৯১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। তারপর তাকে ফ্যাসিস্ট হাসিনা সরকার জুলুম-অত্যাচার নিপিড়ন-করেছিলেন, কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। এ মহীয়সী নারী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই দিনে আপনারা দোয়া করবেন যেন ওনাকে আল্লাহতালা শারীরিক সুস্থতা দান করেন।

NJ
আরও পড়ুন