বানারীপাড়ায় দুই যুবদল নেতার পদ স্থগিত

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম

বরিশালের বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান স্বপন ও যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাজুর দলীয় পদ স্থগিত করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে বুধবার বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন ও সদস্য সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে তাদের দলীয় পদ স্থগিত করা হয়।

ইলুহার ইউনিয়ন যুবদলের আহবায়ক স্বপন ও যুগ্ম আহবায়ক রাজুর দলীয় পদ স্থগিতের দুটি পত্র উপজেলা যুবদলের আহবায়ক সুমন হাওলাদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট করেন। পরে তিনি গণমাধ্যম কর্মিদের কাছে এই ঘটনার সত্যতাও নিশ্চিত করেন।  

JMR
আরও পড়ুন