বরগুনার তালতলীতে সংসদীয় আসন বঞ্চনা দূর করতে ৩টি আসন পুনঃবহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় তালতলী প্রেসক্লাব ও স্থানীয় জনতার আয়োজনে তালতলী সদর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
তালতলী উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বরগুনা জেলায় মাত্র দুটি আসন থাকায় জেলার জনগণ রাজনৈতিকভাবে বঞ্চিত হচ্ছে। অথচ জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের বিচারে বরগুনায় অন্তত ৩টি সংসদীয় আসন পুনঃবহাল করা জরুরি।
বক্তারা আরো বলেন, জেলার জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংসদীয় আসন সংখ্যা দ্রুত পুনঃবহাল করতে হবে। নইলে এ আন্দোলন আরো বেগবান করা হবে।
প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, জনগণের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
উল্লেখ্য, ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগকে সুবিধা দিতে বরগুনার ৩টি আসন ভাগ করে দুটি আসনে রূপান্তর করা হয়। এরপর থেকে বিশেষ করে আমতলী-তালতলী এলাকা উন্নয়ন বঞ্চনার শিকার হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
