প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ” পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পথসভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় নতুন পৌরসভা সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
এসময় সংগঠনের আহ্বায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, আইডিবি পিরোজপুর জেলা শাখার সভাপতি এম এ রাব্বানী ফিরোজ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ, আইডিবি সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৭ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সরকার নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ কেবল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখা।
পথসভা শেষে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয়।
