ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মনপুরায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম

ভোলার মনপুরায় আলোচিত ব্যবসায়ী আলাউদ্দীন হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু কালামকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর ৩ আসামি- মো. জয়নাল, এস কালাম ও মো. রনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়োয় তাদের খালাসের আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মনপুরার চর ফৈজউদ্দীন গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দীন স্থানীয় ফকিরহাট বাজারে সার ও কীটনাশকের ব্যবসার পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালনা করতেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই জাফর হোসেন বাদি হয়ে মামলা করেন।

তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৩ আসামির বিচার শিশু আদালতে চলমান থাকায় চারজন প্রাপ্তবয়স্ক আসামীর বিরুদ্ধে এ মামলার বিচারকাজ পরিচালিত হয়।

চরফ্যাশন আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলী অ্যাড. হযরত আলী হিরণ বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আলোচিত হত্যা মামলার এক আসামির বিরুদ্ধে আদালত সাজার রায় দিয়েছেন।

NJ
আরও পড়ুন