ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা দুদকের একটি দল। হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৭ দিনের সময় বেঁধে দিয়ে অভিযান শেষ করে দুদক।

অভিযান শেষে দুদক পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল সাংবাদিকদের বলেন, মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভর্তি রোগীদের খাবারের মান অত্যন্ত নিম্নমানের। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। এছাড়া হাসপাতালে চরম চিকিৎসক সঙ্কট রয়েছে।

তিনি বলেন, একজন চিকিৎসক দিয়ে চলছে রোগীদের সেবা দেয়ার কার্যক্রম। এছাড়া হাসপাতাল ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার করতে কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেয়া হয়েছে।

অভিযানে তার সাথে ছিলেন উপসহকারী পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন সম্রাট ও জিয়াউল হাসান।

এবিষয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মশিউর রহমান বলেন, ‘হাসপাতালে ৩১ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে মাত্র একজন চিকিৎসক কর্মরত। এদিকে মেডিক্যাল অফিসার, কনসালটেন্ট, গাইনি ও শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়গুলো জানানো হয়েছে। ডাক্তার সঙ্কট নিরসন না হলে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হচ্ছে না।‘

JMR
আরও পড়ুন