ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:২১ পিএম
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আহমেদ আরিফকে (২৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার (৩০ আগষ্ট) ভোরে শহরের কালীবাড়ি রোডস্থ নবী মসজিদ সংলগ্ন নিজ বাসার সামনে থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
 
নিহত আরিফ স্কুল শিক্ষক মো. বশির আহমেদ মাষ্টারের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
 
বশির আহমেদ জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হলে দেখতে পাই আরিফের রক্তাক্ত মরদেহ বাসার সামনে পড়ে আছে।
তিনি আরও বলেন, আরিফের মাথার সামনে ও পেছনে গুরুতর জখম এবং থেঁতলানো রয়েছে। তার হাত ভেঙে ফেলা হয়েছে। আমার ছেলেকে খুনিরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
 
আরিফের ভাগ্নে ইমন বলেন, আমার মামাকে রাতের আধাঁরে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে, তা আমরা জানি না। তার রক্তমাখা মরদেহের পাশে মোবাইল ফোনটি পড়ে ছিল।
 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে। যেখানে এই হত্যাকাণ্ড হয়েছে, সেখানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
NJ
আরও পড়ুন