ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আশ্রয়ণ প্রকল্পে বাক প্রতিবন্ধীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম

পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের জন্মগত বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি মো. মফিজুল সিকদারকে (৪০) অভিনব কায়দায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ধর্ষক মো. মফিজুল সিকদার উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের পিতা মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগতভাবে বোবা। তিনি কথা বলতে পারে না, আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারেন। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী ওই বাক প্রতিবন্ধীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মফিজুল। 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় রোববার (৩১ আগস্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ অব্যাহত আছে। নাজিরপুর থানা পুলিশ অভিনব কায়দায় ওই আসামিকে আটক করে। আটক মো. মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

NJ
আরও পড়ুন