পিরোজপুরের ইন্দুরকানীতে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পাড়েরহাট আবাসন আশ্রায়ণ প্রকল্পের জলাশয়সহ স্থানীয় জলাভূমি, বর্ষা প্লাবিত ধানখেত ও সরকারি জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকরা জানান, এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জনগণের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণ এবং মৎস্য চাষিদের আয় বৃদ্ধি করা।
জেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান বলেন, উপজেলার ১৮টি প্রতিষ্ঠান ও ২টি মৎস্য অভয়াশ্রমে মোট ৭২২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পোনা মাছ অবমুক্তকরণের ফলে এলাকায় মাছের প্রাচুর্য বাড়বে এবং স্থানীয় মানুষ উপকৃত হবে।
