ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বামনায় অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

বরগুনার বামনায় অটোচালক আজিজুল সিকদারকে (২৮) গলাকেটে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বামনা গোলচত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন এলাকাবাসী ও স্থানীয় অটোচালকরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান, বামনা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিচুজ্জামান দুলাল, ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান, অটোচালক আজিজুলের পিতা মো. ফারুক সিকদার, আজিজুলের অন্তসত্বা স্ত্রী মোসা. মরিয়ম বেগম, উপজেলা আনসার ও ভিডিপির সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান, অটোচালক মো. আল আমিন ও মো. এমাদুল হক প্রমুখ।  

বক্তারা বলেন, দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে আজিজুর অটো চালাতেন। হত্যাকারীরা তাকে নৃশংসভাবে গলাকেটে হত্যার পর গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। তার হত্যাকারীদের সঠিক তদন্ত পূর্বক গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজুল (২৮) বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে।

হত্যার ৫ ঘণ্টার মধ্যে বামনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার একটি ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত গাড়িসহ ২ হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. হৃদয় (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি একই উপজেলার রামনা ইউনিয়নে পশ্চিম বলইবুনিয়া গ্রামে।

NJ
আরও পড়ুন