দুর্গাপুজা উপলক্ষে টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বর্তমানে উপচে পড়া ভিড় বেড়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় পটুয়াখালীর কুয়াকাটায় বিপাকে পড়েছেন পর্যটক ও পর্যটননির্ভর ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়, পর্যটকদের আগমন থাকলেও তারা হোটেল থেকে বের হতে পারছেন না। সৈকতে ভিড় নেই, সমুদ্র উত্তাল থাকায় স্পিডবোট ও টুরিস্ট বোট চলাচল বন্ধ রয়েছে। ফলে বোট মালিক ও মাঝিরা কর্মহীন হয়ে পড়েছেন।
টুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কেএম বাচ্চু জানান, নিম্নচাপের কারণে বোট চলাচল পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। পর্যটকরা সাগরে নামতে পারছেন না, মালিক ও মাঝিদের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে।

টোয়াক সাধারণ সম্পাদক কে এম জহির খান বলেন, প্রতিবারই পর্যটন মৌসুমে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে পর্যটন খাতের সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। এতে হোটেল-রেস্টুরেন্ট থেকে শুরু করে বোট ব্যবসা পর্যন্ত সবাই বিপাকে পড়েছে।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের আগমন বেড়েছিল। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং সম্পন্ন ছিল। কিন্তু নিম্নচাপের খবর ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই অনেক বুকিং বাতিল হয়ে যাচ্ছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে বুকিং বাতিল হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভ্রমণপিপাসু আসতে চাইলেও আসতে পারছেন না। এতে হোটেল-মোটেলের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের এক কর্মকর্তা জানান, নিম্নচাপের কারণে বর্তমানে সমুদ্র অনেক উত্তাল। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে সাগরে নামতে দেওয়া হচ্ছে না। সবাইকে হোটেল-মোটেলে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যদি দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হয়, তবে চলতি মৌসুমে তাদের বড় ধরনের লোকসান গুনতে হবে।
