পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির শরীফ মো. আব্দুল জলিলকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শাহাদাৎ হোসেন ফরাজি পান ৪ ভোট। অন্যদিকে উপজেলা শরীফ মো. আব্দুল জলিল পান ৩ ভোট। ফলে বিজয়ী হন ছাত্রদল নেতা শাহাদাৎ ফরাজী। বিষয়টি ‘টক অফ টাউনে’ পরিণত হয়।
শরীফ মো. আব্দুল জলিলকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসাটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেন মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে।
ফলে মাদ্রাসা কমিটির এই নির্বাচন স্থানীয়ভাবে রাজনৈতিক গুরুত্ব পায়। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
নতুন সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করবো। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
স্থানীয় পর্যায়ে এই ফলাফলকে তরুণ নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মঠবাড়িয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম জানান, গত সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট দিয়ে ৭ জন অভিবাবক সদস্য নির্বাচিত করেন, যারা পরে ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান 