ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
শ্যামাপূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীতে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২২ অক্টোবর) বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মান্দিরের আয়োজনে কালিগঙ্গা নদীতে শাঁখারীকাঠী বাজার এর পাশ থেকে এক কিলোমিটার ব্যাপী নৌকাবাইচ দেখতে উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার লোক নদীর দুপাশে ভীড় জমায়। 
 
শ্যামাপূজা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য নৌকাবাইচ দেখতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার দর্শনার্থী কালিগঙ্গা নদীতে ট্রলার নিয়ে ভ্রমণ করেন এবং নদীর দুপাশে ভীড় জমায়। 
 
 
নৌকাবাইচ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলার বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মান্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার, শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এসএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান লিটন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন প্রমুখ।
 
নৌকাবাইচ অনুষ্ঠানে ৮টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। পাশাপাশি শতাধিক ট্রলার ও নৌকার নিয়ে কয়েকশ দর্শনার্থী নদীতে বাইচের নৌকার সাথে চলাচল করেন।
NJ
আরও পড়ুন