ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস

কলাপাড়ায় প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধের দাবি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে মানববন্ধন করা হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যমকর্মী তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ কর্মী নজরুল ইসলাম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

এ সময় বক্তারা এখানকার ইলিশের অভয়াশ্রম আন্ধার মানিক নদীসহ সকল নদীর প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধের দাবি জানান। তারা সব নদীর সীমানা চিহ্নিত করাসহ জলবায়ু পরিবর্তনজনিত যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান।

বক্তারা উপকূলীয় কলাপাড়ার পরিবেশ-প্রতিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করে কোন ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

NJ
আরও পড়ুন