ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটায় অংশ নেওয়া ২ প্রবীণকে সম্মাননা 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন ও কৃষি উন্নয়নের ধারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক “স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচি”-তে অংশগ্রহণকারী ২ প্রবীণ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

শহীদ জিয়ার নেতৃত্বে ১৯৭৭ সালে শুরু হওয়া ঐতিহাসিক এই কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের মাইলফলক হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম কিসমত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান,আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক রেজা পহলভি মাসুম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির লীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য  আখতারুজ্জামান শেখ রাহাদ প্রমুখ।

সম্মাননা প্রাপ্তরা হলেন- হেদায়েতুল ইসলাম ও শাহজাহান বাদশা। তারা দুজনেই শহীদ জিয়ার আহ্বানে গ্রামীণ উন্নয়নে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন। 

সম্মাননা প্রাপ্ত প্রবীণরা বলেন, জিয়াউর রহমানের ডাকে আমরা দেশ গঠনের কাজে মাঠে নেমেছিলাম—আজকের এই স্বীকৃতি আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জনগণের নেতা, যিনি উন্নয়নের মডেল হিসেবে ‘খাল খনন কর্মসূচি’ শুরু করে কৃষিকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। তার এই উদ্যোগ আজও দেশের টেকসই উন্নয়নের অনুপ্রেরণা।

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে শহীদ জিয়ার কর্মধারা ও দেশগঠনের দর্শন সম্পর্কে জানতে হবে, যাতে তারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক স্বতঃস্ফূর্ত গণসমাবেশে পরিণত হয়। 

NJ
আরও পড়ুন