পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তৃণমূলের সাধারণ নাগরিকদের মাঝে পৌঁছে দিতে ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার হলতা গুলিশাখালী জিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘পিপলস ডায়লগ’ নামের এ অনুষ্ঠানে ডিজিটাল প্রজেক্টরে ৪টি পর্বের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে কেমন ছিল, তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাকরিজীবী, সাংবাদিক, সিএনজি ও রিকশাচালক, চা বিক্রেতা, নাপিত, ইমাম, মন্দিরের পুরোহিত, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, প্রবাসী, কৃষক-জেলে- শ্রমিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান শাওন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মামুন,মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, মঠবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন রেজা, মঠবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল নেতা বায়জিদ আহমেদ সাব্বির প্রমুখ।

এ সময় কৃষকরা বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুদমুক্ত কৃষি ঋণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যে খাল খনন প্রত্যাশা করি।
বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান বলেন, বিগত স্বৈরাচার স্থানীয় সরকারকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আমার প্রত্যাশা থাকবে, যেন স্থানীয় সরকারকে পুনরায় শক্তিশালী করা।
সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান বলেন, জিয়াউর রহমানের শাসনামল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করছি। গত ১৭ বছরে হাসিনা সরকারের এই প্রজন্মের কাছে জিয়াউর রহমান, খালেদা জিয়ার শাসনামল ও দেশ গঠনে তাদের ভূমিকা জানতে দেওয়া হয়নি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই প্রজন্মের কাছে তা তুলে ধরার চেষ্টা করেছি।
