ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপির অফিসে বসে জয় বাংলা স্লোগান, আটক ৩

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় হারজি গ্রামে বিএনপি অফিসে বসে ২ কিশোরের জয় বাংলা স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।  
 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই বিএনপি অফিসে জয় বাংলা স্লোগান দেওয়া ২ জনসহ ভিডিও ধারণ করা কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
 
আটকরা হলেন- মঠবাড়িয়া পাঠাকাটা গ্রামের বাসিন্দা আল-আমিনের ছেলে অলি (১৫), নুরুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫) ও মো. খলিলের ছেলে মো. জুবায়ের (১৬)।
 
 
পাঠাকাটা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকরা বসে। তাদের মধ্যে কেউ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে তার ছবি টাঙ্গিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে কিছু দুষ্কৃত মহল এখানে লোক না থাকার সুযোগে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছে।
 
স্থানীয় বাসিন্দা মো. লিটন মৃধা বলেন, এরা মূলত আওয়ামী লীগের দোসর। এদেরকে পলাতক আওয়ামী দোসর ফুসলিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা এলাকাবসী তাদের আটক করে পুলিশে দিয়েছি। এখন প্রশাসন ব্যবস্থা নিবেন।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদেরকে নিয়ে এসেছি। এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
NJ
আরও পড়ুন