“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” স্লোগানকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সোনালী ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মন্ডল ও প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির। সভা শেষে ১০ জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ফটিকছড়িতে শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা