ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেষ হলো কুয়াকাটার রাসপূজা, চলছে রাসমেলা 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশে গঙ্গাস্নান ও পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান রাসপূজা।

বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হাজারো নারী-পুরুষ জাগতিক পাপ মোচনের আশায় সমুদ্রের জলে গঙ্গাস্নান করেন।

ভোরের আলো ফোটার আগেই তীর্থযাত্রীরা হাতে তুলে নেন পূজার সামগ্রী—মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর। এরপর সমুদ্র জলে এসব অর্পণ করে তারা প্রার্থনা করেন মঙ্গল ও শান্তির জন্য। সৈকতজুড়ে তখন উলুধ্বনি, মন্ত্রপাঠ ও ভক্তির সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

অনেক ভক্ত প্রায়শ্চিত, পিণ্ডদান সম্পন্নের পাশাপাশি ধর্মীয় আচার অনুযায়ী মাথা ন্যাড়া করেন। পরে সৈকতসংলগ্ন শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করে আশীর্বাদ নেন পূণ্যার্থীরা।

রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। এ মেলায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ও ভক্ত সমবেত হচ্ছেন।

আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

কুয়াকাটার বালুকাবেলায় অনুষ্ঠিত এই রাসপূজা ও মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি এখন উপকূলীয় জনজীবনের একটি সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

NJ
আরও পড়ুন