ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রবাসে ফিরে যাওয়া হলো না রাজীবের

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
মাত্র ৩ মাস আগে ব্রুনাই থেকে দেশে ছুটি কাটাতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক রাজীব হোসেন (৩২)। আর ৯ দিন পর আগামী ১৮ নভেম্বর তার ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে তার আর প্রবাসে যাওয়া হলো না।
 
রোববার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন রাজীব। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
মৃত রাজীব গৌরনদীর আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শখের বসে মাছ ধরার জন্য সকালে মর্টার দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন। 
 
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে। 
NJ
আরও পড়ুন