ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবি বাস্তবায়নের সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপরে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ‘প্রাথমিক শিক্ষা পরিবার কলাপাড়া’ এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মানববন্ধনে বক্তব্য রাখেন। তাদের মধ্যে অন্যতম শাহ সুজা উদ্দিন, শাহাবুদ্দিন তালুকদার, সোহরাব হোসেন হিরন, ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. সোহেল মিয়া, মোসা. ফাতেমা, ফাতেমা লিমা, সানজিদা রহমান, সুমন মিয়া, আলী আহমেদ, মাকসুদা পারভিন, নাজমুন নাহার, শাহিনুর বেগম আসাদুজ্জামান সোহগ, মো. দোলায়ার হোসেন, হাসান, মো. আফজাল, সোহাগ ও শাহরিয়ার রহমান সাধন প্রমুখ।


বক্তারা বলেন, সরকারী কর্মকর্তাদের ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করেছে। আর আমরা মানুষ গড়ার কারিগর। সরকার আমাদের ন্যায্য দাবিমেনে না নিয়ে পুলিশ দিয়ে লাঞ্চিত করছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাব। দরকার হলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাহবাগ আন্দোলনে যোগ দেব। 

এদিকে আজ সকাল থেকেই ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে কলাপাড়ায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রেখেছেন পাঠদান কার্যক্রম।

তাই সকালে বিদ্যালয়ে আসা বেশির ভাগ শিক্ষার্থী ফিরে গেছে বাড়িতে। আর এ উপজেলার ৭৪৫ জন সহকারী শিক্ষকের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে। প্রয়োজনে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

NJ
আরও পড়ুন