ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত ২

আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৫৫ এএম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন (ল্যান্ডমাইন) বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ মে) বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার-৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ৩শ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক স্থাপিত বান্ডুলা নামক ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের বাসিন্দা নুরুল আবছার (১৮) ও রামু গর্জনিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের মো. বাবু (১৭)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকেরা কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানান, আহতরা চোরাকারবারি, ইয়াবা এবং গরু ক্রয়ের উদ্দেশ্যে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার সময় স্থলমাইন বিষ্ফোরণে আহত হন। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ২ জনের মধ্যে ১ জন তার এলাকার। অপরজন, পাশের রামু গর্জনিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের বাসিন্দা। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

AHA/FI
আরও পড়ুন