বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাইয়াঝিড়ি রাবার বাগানে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আব্দুল হক (৪০)। তিনি মৃত মিনাজ উদ্দিনের পুত্র এবং বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুনর্বাসন পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে পাইয়াঝিড়ি রাবার বাগানে রাবারের কষ সংগ্রহ করছিলেন আব্দুল হক। এ সময় হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের ছেলে, তার ভাই আবদুল হাকিম ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির টিম ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু