ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নবীনগরে ৮ চেয়ারম্যান প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৩:০০ পিএম

ষষ্ঠ উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ আজ বুধবার (৫ জুন)। এদিন সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৬ জনসহ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৮জন।

তাদের মধ্যে আনারস প্রতীকের ফারুক আহমেদ বিএনপি সমর্থিত ও আরেকজন হিরো আলমের ভক্ত হিসেবে পরিচিত আব্দুল মতিন। যিনি পেশায় অটোচালক, হেলিকপ্টার প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। 

এদিকে নির্বাচনের ২ দিন আগে দোয়াত কলম প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব গতবারের নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটোকে (কৈ মাছ) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।  

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সিরাজুল ইসলাম ফেরদৌস (ঘোড়া), কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু (কই মাছ), মোহাম্মদ শাহ আলম (কাপ পিরিচ), মো. ফারুক আহমেদ (আনারস), এইচএম আল আমিন আহমেদ (মোটরসাইকেল), আবদুল মতিন (হেলিকপ্টার), মোহাম্মদ হাবিবুর রহমান (দোয়াত কলম), মোছাম্মৎ নুরুন্নাহার বেগম (টেলিফোন)। 

প্রার্থীদের মধ্যে আলোচনায় থাকা ৩ প্রার্থীর মধ্যে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের ফারুক আহমেদের নাম জোরেশোরে শোনা গেলেও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস (ঘোড়া) ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এইচএম আল আমিন (মোটরসাইকেল) প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। 

বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে থাকবে এটা স্পষ্ট করে বলা না গেলেও অনেকেরই ভয় আনারস প্রতীকের ফারুক আহমেদকে নিয়ে। তিনি নির্বাচনে অংশ নিয়ে উপজেলা বিএনপির উপদেষ্টার পদবঞ্চিতসহ দল থেকে বহিষ্কার হয়েছেন। তারপরও তাকে নিয়ে অনেক প্রার্থী ও ভোটারদের মাঝে আতংক দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আনারসের পক্ষ নিয়ে প্রকাশ্যে মাঠে নেমেছেন। 

এদিকে আওয়ামী লীগের ৫ প্রার্থীর সাথে টেক্কা দিয়ে কোন কারিশমা দেখিয়ে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় রয়েছেন জানতে চাইলে ফারুক আহমেদ সাদামাটা উত্তর, আমি রাজনীতির প্যাচ বুঝি না, সাধারণ মানুষের দু:খ বুঝি। আর সে কারণেই জনগণের সেবা করার উদ্যেশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আশা করি সাধারণ ভোটারেরা আমাকে নিরাশ করবে না।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস বলেন, একটি বার সুযোগ দিন, আমাকে সহযোগিতা করুন, আপনার একটি মূল্যবান ভোট ঘোড়া মার্কায় দিন। কথা দিচ্ছি প্রতিটি ভোটের সম্মান ও মর্যাদা রক্ষা করবো, আজীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এইচএম আলামিন জানান, বিজয়ী হলে নবীনগর উপজেলাকে সারাদেশের মধ্যে একটি ‘মডেল ও অত্যাধুনিক উপজেলা’ হিসেবে গড়ে তুলার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কুটির শিল্প, কারিগরি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও আত্মসামাজিক উন্নয়নসহ এই উপজেলার সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো। 

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উল্লেখ্যাঃ নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৫৭৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৭ হাজার ৭২৯ জন। হিজড়া ভোটার ২ জন।

ZM
আরও পড়ুন