ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেয়র-কাউন্সিলরগণ আত্মগোপনে, থমকে গেছে কুসিকের কাজ

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:২৮ পিএম

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরপরই আত্মগোপনে চলে গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও বেশিরভাগ কাউন্সিলর। এতে করে থমকে আছে উন্নয়ন কাজ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে কুসিকে এলাকায় নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার দিন (৫ আগস্ট) দুপুর থেকে সিটি মেয়র তাহসীন বাহার ও কাউন্সিলররা অনুপস্থিত আছেন। মেয়র কোথায় আছেন এটি বলতে পারছে না কেউ। এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের বেশিরভাগ কাউন্সিলর তাদের কার্যালয়ে অনুপস্থিত। এতে করে নাগরিকদের নানা রকম কাজও থমকে আছে। কাউন্সিলররা না থাকায় এলাকায় উন্নয়ন কাজ ও নাগরিকদের দৈনন্দিন কাজগুলোও বন্ধ আছে।

কুমিল্লা সিটি করপোরেশনে প্রধান নির্বাহী মো. ছামছুল আলম জানান, আমরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। তবে সিটি করপোরেশন কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর নিয়মিত কাজ করে যাচ্ছেন। অফিস কার্যালয়ের সব সেকশনে সব কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। 

মেয়র না থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কিছু কিছু সিদ্ধান্ত নিতে হলে মেয়রের উপস্থিতি প্রয়োজন এবং মেয়রের দস্তখত প্রয়োজন হয়। সেসব সিদ্ধান্ত আপাতত বন্ধ রয়েছে।

কাউন্সিলররা স্বাভাবিক কার্যক্রম করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বেশিরভাগ কাউন্সিলর এখনো কার্যালয়ে বসছেন না। এতে করে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। কবে নাগাদ কাউন্সিলররা কার্যালয়ে বসবেন এটা বলা যাচ্ছেনা।

এদিকে সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে দেখা যায়, মেয়রের কার্যালয়ে তালা দেয়া। 

প্রধান নির্বাহী আরও জানান, গেল ৩০ জুলাই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় মেয়র তাহসীন বাহার উপস্থিত ছিলেন। চলতি মাসের ৩০ আগস্ট সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় মেয়র উপস্থিত থাকতে পারেন কি দেখা যাক।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা এমদাদুল হক দিপু জানান, কাউন্সিলর না থাকায় এবং অফিস বন্ধ থাকায় জন্মনিবন্ধনের কাজ করতে পারছেন না।

এদিকে উন্নয়ন কাজ বন্ধ থাকায় সংস্কার কাজও বন্ধ রয়েছেন। বৃষ্টিতে সড়কগুলো খানাখন্দ থাকায় তাও মেরামত করা যাচ্ছে না। এতে করে নাগরিকদের চলাফেরায় সমস্যা হচ্ছে। কবে নাগাদ সিটি করপোরেশনের কার্যক্রম স্বাভাবিক হবে, কবে থেকে সেবা পাবেন নাগরিকরা সেটাই ভাবছেন অনেক নাগরিক। 

AHA/AST
আরও পড়ুন