ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কারাবন্দিদের নিয়ে রাঙামাটিতে পিঠা উৎসব

পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষ যাতে শীতকালীন পিঠা থেকে বঞ্চিত না হন, সেজন্য মানবিক দিক বিবেচনা করে সকল বন্দিদের মাঝে শীতকালীন পিঠা বিতরণ করা হয়। 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

রাঙামাটিতে কারাবন্দিদের জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের নির্দেশে এ আয়োজন করা  হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা কারাগারে বন্দিদের মাঝে পিঠা বিতরণ করেন জেল সুপার মো. দিদারুল আলম। শীতকালীন বিভিন্ন পদের পিঠা বন্দিদের মাঝে বিতরণ করা হয়।

জেল সুপার মো. দিদারুল আলম বলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের নির্দেশে এ আয়োজন করা  হয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষ যাতে শীতকালীন পিঠা থেকে বঞ্চিত না হন, সেজন্য মানবিক দিক বিবেচনা করে সকল বন্দিদের মাঝে শীতকালীন পিঠা বিতরণ করা হয়। 

এ ছাড়াও বছরের বিভিন্ন সময়ে কারাবন্দিদের চিত্ত বিনোদনের জন্য নানা আয়োজন করা হয়ে থাকে বলে জানান তিনি।

রাঙামাটি জেলা কারাগারে বর্তমানে ১৮৩ জন বন্দি রয়েছে। 

AA/NC
আরও পড়ুন