লামায় অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিল সন্ত্রাসীরা

গত ১ ফেব্রুয়ারি রাতে সরই ইউনিয়নের একটি খামার বাগানে সন্ত্রাসীরা হানা দিয়ে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করা হয়।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

বান্দরবানের লামা উপজেলার কমলা বাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সরই ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া এলাকায় তাদের ছেড়ে দেয়া হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কাঠ শ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) এবং গাড়ি চালক মো. জামাল (৩২)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি রাতে সরই ইউনিয়নের একটি খামার বাগানে সন্ত্রাসীরা হানা দিয়ে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করা হয়।

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানোর পর একদিন পর সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়। 

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ৭ শ্রমিককে বাগান মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

এর আগে, গত ১৪ জানুয়ারি একই এলাকায় গভীর রাতে আরও সাতজন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে তারা মুক্তি পান।

AHA
আরও পড়ুন