ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাঙামাটির সাংবাদিক মকছুদ আহমেদের জানাজা অনুষ্ঠিত

একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

রাঙামাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহীদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মরহুমের ছোট ভাই হুমায়ুন কবির, বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের সংবাদকর্মী, আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা জানাজায় অংশ নেন। 

এর আগে, সকাল ৯টায় সর্বস্তরের লোকজনের শ্রদ্ধা জানানোর জন্য রাঙামাটি প্রেসক্লাবের সামনে তার মরদেহ রাখা হয়। সেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাধারণ লোকজন শ্রদ্ধা জানান। এছাড়া সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বাদ আসর গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে তাকে দাফন করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর রাঙামাটি জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

RA
আরও পড়ুন