কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনের বিপরীত পাশে নাফ নদীর মোহনা থেকে পাঁচটি মাছ ধরার কাঠের ট্রলার ও ১১ জেলেকে আটক করে মিয়ানমার নিয়ে যাওয়া হয়েছে।
এরমধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফ উপজেলার মো. কালাম ও মো. শাওন। এই দুটি ট্রলারের একটিতে পাঁচজন ও আরেকটিতে ছয়জন রয়েছেন।
শেখ এহসান উদ্দিন জানান, বাকি তিনটি ট্রলারের মালিক ও জনবলের তথ্য এখনো পাওয়া যায়নি। এগুলোর তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সেগুলো কোন ঘাটের নৌকা তা জানা যায়নি। তাছাড়া সাগরে মাছ ধরতে যাওয়া আমার এলাকার বেশ কয়েকটি নৌকাকে ধাওয়া করেছিল আরাকান আর্মি।
