ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রোহিঙ্গা ক্যাম্পের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে ক্যাম্পের আই/২ ব্লকের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, ওই ব্লকের আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০) ও একই ক্যাম্পের মোহাম্মদ ইসলামের ছেলে মো. রাশেদ (৭)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে দুই শিশু পুকুরে গোসলে যায়। কোনো এক সময় তারা পানিতে পড়ে যায়। পরে রোহিঙ্গারা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে টিডিএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

RK/AHA
আরও পড়ুন