রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমান বাপ্পী (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার (২১ এপ্রিল) রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারহা বিবুর রহমান বাপ্পী রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলকার আব্দুল করিম বালির ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, সোমবার বিকেলে যৌথবাহিনীর সদস্যরা অভিযানে চালিয়ে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। মঙ্গলবার সকালে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নিরীহ ও অসহায় লোকদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে।
